এখন আর স্বপ্ন দেখি না।  না ঘুমে না জাগ্রত।
ঘুম এলে দৈত্যরা আসে, তারা চাষ করে অবোধ রক্ত
চাষ করে অতিরিক্ত সুখ, কেড়ে খায় জরায়ু ফসল।


এখন আর ভাবি না মোটেই, কী সকাল কী বিকেল
পাখির ঠোঁটের মত, বুনো পতঙ্গের মতো
বেঁচে থাকি। সতেজ যৌবন দেখে বাড়াই না ধ্রুপদী নেশা। আমলোক বেঁচে দেয় সবুজ মৃত্যু সব।


এখন আর আঁধার কেটে খুঁজি না তন্দুরী আলোর নিশানা, নীরবে অথবা সরবে। কেননা মানুষের ভীড়ে বড্ড অভাব মানুষের। মাছের গন্ধ আসে না আর
ফুলের গন্ধ আসে না আর।


এখন আর আকাশ দেখি না খুব,তারকার ঝিকিমিকি
দিবসে কিন্বা রাতে
এখন আর ফাগুন আসে না বনে অথবা মনে
জ্বালাতে অথবা জ্বলতে সঘনে
পুড়ি সর্বক্ষণ নতুন করে পুড়বো বলে।
*****************************
টুঙ্গিপাড়া,