আরেকটু পর দূর গাঁও রেলস্টেশন, ঝক ঝকা ঝক শব্দে পাখি ডাকা কানে আসেনা।
আলো জ্বলে ওই তো অদূর
ওখানেই পাখিদের সুর, ভোর ভোর, ভোর হয়না


আমার আসার আগে দিবসের প্রথম ভাগে
তোমাকেই দেখতে চাই মা
রাত জেগে এই রাতের ট্রেনেই আসছি মা
জাগুক গুঞ্জলতা ভুঁইচাপা নাগকেশর কিংবা আকন্দ ধুতরা হিজলের ফুল
এসে আমি পড়তে চাই তোমার স্কুল
তোমার হাতের রাঁধা পুই পুঁটি চচ্চড়ি মুগডাল আলু ভাজা কিছুই যে ছাড়ছি না
জানো মা'  তোমার গায়ের গন্ধ ত্রিভুবনে তুমি ছাড়া আর মেলে না।


রাতের ট্রেনেই আসছি মা
খালেক বাজার নেমে সোজাপথ ধরে ঘেমে
গোলে ফুফুর বাড়ি ফেলে তোমার কুসুম বাগে আসবো চলে
তুমি কিন্তু ভিজোনা মা কষ্টের অশ্রুজলে।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,