অনেকটা সময় বয়ে গেলো জীবনের,
আনন্দ বেদনায় শোক আর মূর্ছনায়
তবু আগামীর বাড়ন্ত প্রত্যাশা সকলের,
সকলেই থাকতে চায় ভালো,
সকলেই দূর করতে আগ্রহী জীবন আঁধার
অথচ ভাবতেই চায় না মন,
আলো আর আঁধার মিলে আসল জীবন।


মানুষ জেনেও জানতে চায় না কখনো
কেবল আনন্দময় জীবন
কেবলমাত্র প্রাচুর্যময় জীবনই জীবন নয়
মানবতা, সময় আর প্রকৃতির কাছে
নিজকে সঁপে দিয়ে বুঝতেই হয়
মনুষ্যত্বই মানুষের আসল পরিচয়।