নদীরে!
ওইপারে তোর আঁধার পাওয়া যায়?                                                        
যায় নাকি তার নরম জোছনা হাট?  
কবে যে সেই বকুল তলে দেহ মেলে
করে গেছি সুতোনড়ি পাঠ !!
    
এখন তো আর নেই বেঁচে নেই
নোয়াব আলি চাচা
নিয়ম মেনে বংশধরে ধরে আছে
খেয়াপারের ধ্বজা।
    
ও' নদী তোর স্রোতের জীবন
এখন নিরিবিলি
শান্ত নদী! কতই ছিল বুকের পরে
দহন চলাচলি!
_____________________
১৪/৮/২১