সেবার আমার চোখে চোখ রাখতেই
তুই কেঁদে ফেলেছিলি
হঠাৎ আমার গায়ের ওপর পড়তে পড়তে চুমু
খেয়ে বসলি বা'গালের ওপর


আবার তোর পড়ার টেবিলে গাঁদা ফুল রাখতে
গিয়ে ধরা খেয়ে আমাকে বলেছিলি," অসভ্য"
দৌড়ে বাড়ি ফিরবার পথে শুনলাম, তুই বলছিস,
"ফের যদি আসিস তাহলে তোর সাধ মিটিয়ে ছাড়বো। "


তারপর তিরিশ বছর ধরে দৌড়ে যাচ্ছি অজানা পথে
পেছন ফিরে কেউ আর ডাকেনি আমাকে
অমন করে কেউ  বলেনি  অসভ্য
কেউ চুমু খেয়েও বলেনি," মিটিয়ে যা দক্ষিনের সাধ। "


ভাবছি রোদ ঝলমলে হলে আকাশটাকে বন্দক রেখে  দেবো, তাই বলে পাহাড়ের কান্না থামিয়ে নদীর কলধ্বনি কী করে বন্ধ করি বল!


শীতরাত্রির নদীর মতো সেই প্রথম থেকেই এখনো অবধি কার যেন প্রতীক্ষায় থাকি।
বলতে পারিস এ প্রতীক্ষা কার জন্যে ??
কে আমায় অমন করে বলবে,'অসভ্য'?*****************************
টুঙ্গিপাড়া