তারে, দিচ্ছি খুলে বুকের পাঁজর
গড়তে তরবারি
ব্যথার পাহাড় সরিয়ে আবার
হাসতে যদি পারি


তারে, বলছি ডেকে কইতে হেকে
এই দুনিয়া পর
কেউ হাসে কেউ দাবীর মিছিল
করতে ছাড়ে ঘর।


ক্রোধের আগুন থামাই তাহার
থামাই উল্কা ঝড়
এই তো হৃদয় বিলিয়ে দিলাম
রেখো জনমভর।


কোথাও, দুঃখ ব্যথা পায় যদি সে
কেঁদে ভাসাই বুক
জানুক মানুষ প্রেম পিরীতির
ভুবন ভরা সুখ।


আহা! এমন যদি সবার হতো
সবার ঘরে হাসি
ফুটে থাকা ফুলের সাথে, আসুন
দেশটা ভালোবাসি।
__________________