বহুযুগ আগে হাফিজ, আলাওল, হোমার লিখেছিল
অনেক বছর পরেও পৃথিবীর কবি
লিখবে কবিতা, জীবনের গান
আকাশ নীলিমায় হবে বিহঙ্গ উৎসব
মনের দেয়াল জুড়ে আঁকা হবে শব্দের আলপনা
মাটির আসনে গড়ে উঠবে কবিতার সিংহাসন


হয়তো বা হেমন্তের শিশির মাখা মেঠো পথে
কোন এক সৌভাগ্যের ভোরে
আমিও নিরুদ্বিগ্ন হেঁটে যাবো
হেঁটে যাবো শহরের কংক্রিট ,কোলাহল পার হয়ে
কবিতার ছন্দ বাক্যে উপমায়
যে কবিতায় থাকবে না অশ্রুপাত অহংকার
ক্ষুধার আহার্য্য লজ্জাহীন
থাকবে আনন্দ সার্বজনীন সুখ আর সাম্যবাদ।


যে কবিতা লিখতে পারেনি কবি
যে চিত্র যায়নি আঁকা
বহুবিধ বাঁধায় যে কণ্ঠ আটকে রেখেছে
রাষ্ট্র রাজনীতির ঘোড়া
লেখা হবে সে অমর কবিতা
শিশু হতে যুবা, যুবা থেকে বৃদ্ধ
মন আনন্দে গাইবে সময়ের সাহসী সংগীত।