পাশের নদীটা বেড়াতে ভুলে গেছে এ পাড়া ও পাড়া
সম্ভ্রান্ত স্রোত এখন আর বহেনা আগের মতো
সময়ের কাছে বন্দী হয়ে গেছে নদীও সময়


ফিকে হতে হতে ভালোবাসা ভুলে গেছে সুখ দাঁড়া পথ
কালোপক্ষ চাঁদের মত ক্ষীণ হতে ক্ষীণতর সম্পর্ক
জাগায় না স্বপন
ফুল তাই  শুকিয়েছে ভ্রমরবিহীন


সমস্ত রৌদ্র মাড়িয়ে কিছু ভালোবাসা রঙচটা হয়
কিছু টিকে থাকে সন্দেহে  টিকটিকি ডাকার অপেক্ষায় ডুব সাঁতার করেও জীবনের রঙিন প্রজাপতি ডানা মেলে কিছু
কিছু ব্যর্থ শূন্য হতভাগ্যের খাতায় জমা হয়
না হলে তো জীবনের কোন মানে নেই
*******************************
টুঙ্গিপাড়া