যে মনে নদীর বহতা নেই, কেবল জল টলমল
সে মন কতোটা সাহেবি পথিক, কতোটাই বা কাব্যিক?
মনকে জিজ্ঞাসা হোক সময় কারে ধরে রাখে, কারে দেয় তলিয়ে স্মৃতির ওপার
কে রাখে ধরে কাব্যের অস্তিত্ব, আর কে হারায় বন্দকী শব্দের কিনার-


কেননা অস্তিত্বের হামাগুড়িতে যারা
ধরে রাখতে চায় অথবা ছেঁড়ে যায় কাব্য-কবিতা,
সৃষ্টির চৌকস চোখ
চোরাগলির ফানুশে ঝুলানো ঈশানী আকাশ
ছাঁড়লো যারা ঈর্ষার পাঠ তারাও কী কখনো কবি, পাঠক কিংবা ভাবুক ছিলো? নাকি ছিলো-
কল্পিত ইচ্ছের কাছে সৌখিন পাখি সাময়িক?


তারাও একবার ভেবে দেখুক, কাব্যের ইন্দ্রজালে ধরা পড়া নির্ভেজাল কবিতা তারই হয়
যার মস্তিষ্কে খেলা করে আগামীর আলোর ঝলকানি
যার নাচনে সে ই নাচে একথা ভুল, নাচে তার ঈশ্বর
মন তার ভাবনার, আশ্রয় তার কবিতার ঘর।
__________________________
টুঙ্গিপাড়া,