সন্ধ্যার অনেক আগে। আকাশ ঢাকা
বিকেল দাঁড়ানো ধানক্ষেতে
রোগশোকে পারিনা বাড়াতে হাত
একাকার হয়েছে নিঃশ্বাস
মনে চায় তবু পারছি না যেতে
ওই তো ওধারে
আধেক আলোয় আধেক অন্ধকারে।


জল ডোবা মাঠ। মাঠ শেষে ডুবে যায় চাঁদ
রাতটুকু শৃগালকে এসেছি দিয়ে
উঁচু ঢিবি বাঁশঝাড় ওখানেই পেতে রাখা ফাঁদ
ওখানেই আশ্রয় নিয়ে
আবার পারবো কি ফিরে আসতে ?