কই তুমি আসলে না আর, পরাণ বান্ধিয়া রাখি পরাণের ভেতর। সুখ পাখি এলো গেলো সুবর্ণ চর
জমিনের আইলে চাইয়া কাটিয়া দেই দক্ষিনা বাসর
কি ভাবিলা?  জিতে গেছো ভাবখানি তাই ?
এই না জ্যৈষ্ঠের কালে আমের বাগানে কুড়াইতেছি
পাকা আম আরো হৃদয় যমুনা কুড়াই
আসলে বান্ধিয়া রাখি দগ্ধ পরাণ, কোন সে শয়তান
এমন করিয়াছে ছল, তারে আমি পরাবো শেকল এক পরাণ শেকল। কলা পেঁপে চাষ করি, চাষ করি হৃদয় দহন, আশ্বিনে খাওয়াবো তারে আশ্বিনা স্বপন।