হে অন্ধ অতিথি! বিবেক জাগ্রত করো
অন্তত অনুভবে ছুঁয়ে দিয়ে যাও যাপনের শৈবাল
রুয়ে দিয়ে যাও বৃক্ষের কোটরে বটপাকুড়ের বীজ
অন্তত রোদ আর তৃষ্ণার কথা মনে করে দেখো
মনে করে দেখো শেকড়ের জলতোলা ইতিহাস
সুদূর মধ্যপ্রাচ্যে মমির কুঠুরি হতে আজও বের হয় সোনা পান্না হিরে জহরত
আজও মানুষ খুঁড়ছে ফেনিল অতীত
বহতার মতো বয়েই চলেছে বুকে
হরপ্পা মহেঞ্জোদারো রাঢ বঙ্গ সমতট হরিকেল
মহাস্থান ওয়ারী বটেশ্বর
হে অন্ধ আগামী! চোখ খোলো বিবেকের
হিংসের হাতল চেপে কেন ধ্বংস ডেকে আনো পৃথিবীর
কেন বারবার পোড়াও দুঃখের উঠোন?
নিজেকে বাঁচিয়ে রাখার তৃষ্ণা কেন চাপে না তোমার
আলস্যের বিলে তুমি লাগিয়ে যাও বটবৃক্ষের চারা।