যাই চলে, এ জীবনে বেড়াবার কী আর আছে বাকী
ভরা জোয়ারের নদী শুকিয়েছে নিদারুণ শোকে
চিতার আগুনে পুড়ে কীভাবে যে বেঁচেবর্তে থাকি?
আমিও ছিলাম একদিন এই পৃথিবীতে জানুক লোকে।


আমাকে চিনে রাখো ঘাসফুল, দখনে বাতাস
নরম কাদার ছোঁয়া, চিনে রেখো প্রজাপতি রঙমাখা
উড়ে যাওয়া পাখা, চিনে রাখো ঘনঘোর অন্ধকার, শুয়ে থাকা শীতের সকাল আর ওই পাখি ঝাঁক সুনীল আকাশ
আমাকে চিনে রেখো ধারিপথ বাঁশতলা কবর খোদক
আমাদের যাপিত জীবনের কী আর থাকবে ইতিহাস
সময়ই বদলে দেবে বেঁচে থাকা মানুষের কান্নার অভ্যাস


জেনে রেখো, আমার আপনজন জানবার লোক
কান্না লুকোবে, চিরদিনই লুকোয় মৃত্যুর উৎসবে
জ্বরা মৃত্যু শোকগাথা মানুষ সত্যিই  ভুলে যাবে
তোমরাও ভুলে যেও, জ্বেলো না কবরে আমার মঙ্গলালোক।