জীবনের দাঁড় বেয়ে চলতে গিয়ে
সত্যিই বোধ হয় প্রতিভাকে ধরে এনে বিদ্ধ করেছি ক্রুশে
অসহ্য যন্ত্রনার কাছে তাই বন্দী হয়ে
সে এখন মুহুর্মুহু আর্তনাদের স্রষ্টা বলে
আমারই হৃদয়ের কয়েদখানাকে করে যাচ্ছে ক্ষতবিক্ষত।


জানিনা, বিবিধ ব্যথার রাশ
ক্ষয়িষ্ণু অতল নাভিশ্বাস
আর কত বয়ে যাবে সমতটে,
রোরুদ্যমান সময়ের অবয়বে আর কত
প্রতীক্ষার নিসীমতা দেখা যাবে!


কেননা, আমিতো পরাবর্তের ঢেউ তুলে  
হয়ে আছি জীবন পথিক
নিজেকেই প্রতিভার বানে
আমূল বিদ্ধ করবো বলে--
তাকিয়ে রয়েছি আকাশের দিক।


কেননা এই আমাদের পৃথিবীর বুকে
দীর্ঘ রজনী ধরে
জেগে আছে স্বপ্ন অধিক।


যদি সত্যিই সে স্বপ্ন জেগে ওঠে স্বপ্ন ঘেরা
এই পৃথিবীর ছাদে
আমি হেঁটে যাবো তাহলে মহানন্দে তাৎক্ষণিক।
________________________
|লেখাটা ৩০ বছর আগের|