পাখি তুই, ঘুমাস এক পায়ে
কী আশায় বাসা বেঁধে রজনী কাটাস
কী ভোরের অনুরাগে সুখ গান গা'স ?
জানিস তুই আজকের এই কলরবে
কার টেবিলে তোরে দিয়ে নৈশভোজ হবে?


নারী তুই, ভাবিস আমারে মাছ মুরগী হাটের
কেটে-কুটে উঠাবি চুলায়
অথবা নিজেরে পোড়াবি তুই, সারাটি জীবন
ভালোবাসা তাহলে কি নিশার স্বপন ?


ভাগ্য তুই, খেলে যাস রূপটান খেলা
আমার আকাশে তোর নিত্য অবহেলা


জিদ তুই, মানুষকে অমানুষ বানাস বারবার
দেশে দেশে যুদ্ধ যুদ্ধ খেলা
ভাবিস কী একবার, জিদেরও সমাপ্তি আছে  
সবকিছুর আছে অতঃপর?