একটা অভাবী মানুষ আমি
আমার বড্ড জ্ঞানের অভাব, দৃষ্টির অভাব, আলোর অভাব। পাড়ার মোড়ে দাঁড়িয়ে আমি অতীত খুঁজি,
চোখ ঝাপসা হলে বারেবারে মুছি, ক্ষীণ আলোয় চিনি না অলিগলি। একপেট ক্ষুধা নিয়ে রোজ ফিরি ঘরে
অভাব আঁধারে মৃতবৎ আমার অন্তঃসারশূন্য বেঁচে থাকা। কেননা একটা অভাবী মানুষ আমি


আমার বড্ড চেতনার অভাব, ঘুমেরও, স্বপ্নেরও
বহুকাল নির্ঘুম আমি স্বপ্ন দেখা ভুলে গেছি, কাঁদতেও ভুলে গেছি। কারো কান্নায় আমি কাঁদতে পারিনা,
কারো সুখে আমি হাসতে জানিনা
অথচ আমার কেবল দুঃখকেই ভয়, দুঃখ নিয়েই তো বারোমাস থাকি ;
যদি বা কখনো দুঃখটাও পলায়নপর হয়!
অবশ্য সে সম্ভাবনা নেই একদম
কেননা আমি অভাবী মানুষ একজন।


আমি প্রেমিক নই, ভেতরে আমার প্রেমের অভাব, মায়ার অভাব, জলের অভাব
যে জলে তৃষ্ণা মেটাই, যে জলে জলমগ্ন হই।


আমি ভাবুক নই, ভাবতেই পারিনা!
অভাবী মানুষ তো তাই!
প্রতিদিন আমি ভাবতে ভাবতেই দু'হাতে অভাব সরাই।
__________________________
টুঙ্গিপাড়া,