বাড়ছে শীত, মাঠক্ষেত প্রচুর শীতল
ওখানে মরে পড়ে আছে কৃষক হৃদয়। গম আলু সবজিতে সবটুকু মেশানো স্বপ্ন যেমন
ঘেরাটোপে হাসিটুকু ম্লানমুখী না হোক এবার

দলছুট পরিযায়ী, কোথায় ঘোরাবে পাখা ?
এই শস্যগোলা দেশে দশে ফাঁদ পাতা অন্ধকার ভরা

কোথাও দেখছি না ভরসার ফুল
দহন আর অবোধ ঘৃণায় ডুবে যায় প্রতীক্ষার চাঁদ
হৃদয়ের চোখে কত দেখবো সাঁতার!

তবু তো বাঁচতে চাই
বাঁচবার অদম্যতায় দুইহাতে শ্রম আর মেধাকে লাগাই