স্বপ্নে দেখলাম নগর নদীর ভরা যৌবন
আমাদের ভাটা,
কমলার কোয়ার রসে উপচে পড়া ঢেউ  
দেখলাম ফেনিল চৌরাস্তায় উড়ছে সারস,
মায়াবী উঠোনে জলপরীর অবেলা উৎসব
কাঠ ঠোকরায় ঠুকছে চোখের জাল
তারপর--
তারপর অদ্ভুত আঁধারে ডুবছে চৌচাল


যদি দেখতাম মেঘদলে গাভীন ধানের ভার,
পাতায় শিশির  
বারান্দায় চুয়ে পড়া একফালি রোদ
কৃষাণীর শুকনো আঁচলে ঝুলছে হাসি
চোখে মুখে আশার ঝিলিক, ব্যথার ক্ষরণ
ধৈর্যের পারদে উড়ছে পায়রার গীতল শরীর
যুবতীর নধর রঞ্জনে ছুঁয়ে যাওয়া শিহরণ


যদি দেখতাম বায়বীয় আকাশ ভরা চাঁদ
এঁকে রাখা নবীন কিশোর
হাঁটছে দূরের দেশ
বৃক্ষের সারিতে ঝুলছে বাবুই
কলার পাতায় মোড়া আমাদের সজনে দুপুর
অথবা নাচন ঘুঙুর
পুকুরের ধার থেকে আড় চোখ তার
তাহলেই বদলে যেত পৃথিবী আমার।