বাঁচা কেবল সেই আশাতে
==================
--শরীফ এমদাদ হোসেন
তাং ০২-০৮-২০২০


জল আসছে।
বানের জলে ভাসছে কারা, ভাসছে জীবন অপেক্ষারা, তর সয় না জোছনা নদীর
তর সয় না স্মরণ পারের
গোয়াল ঘরে সূর্য ডোবে, সূর্য ডোবে বাঁশ বাগানে
লাশ ভেসে যায় ছায়ার মতন
আকাশ বাড়ি ছোঁয় না তবু, ছোঁয় না তবু কঠিন মনে।


মোমের মত গলিয়ে জীবন হারিয়ে যেতে পারতো যদি, পারতো যদি গুঁজতে মাথা
ভাসত না আর বেনো জলে, কাঁদতো না কেউ অকুল সুরে, কাঁদতো কেবল উদার আকাশ
তার বুকে সব ধারণ করা, সব দেখে যে কেঁদেই চলে।


ঘর হারানো পর হারানো মানুষগুলোর উপোষ জীবন
হয়না তাদের কখ্খোনো না ঈদ পূজোরই খুশীর যাপন
অসীম দ্বারে খোদাই করা কষ্টকরই সময় ক্ষেপণ।


আর কতকাল ?
আর কতকাল আষাঢ় এলে নামবে চোখে শ্রাবণধারা
গ্রামের পরে গ্রামের মানুষ কুলহারা সব সর্বহারা
কখনো তো হাত বাড়িয়ে, সুখ ছড়িয়ে আসলো না  কেউ,আসলো না পর প্রতিবেশী রাষ্ট্র কিংবা প্রতিনিধি।


আসলো কেবল প্রেমের সুধা নিত্য যারা উঠতে জানে
অকূল সাগর পাড়ি দিয়ে নিত্য যারা স্বপ্ন বোনে
বাঁচা কেবল সেই আশাতে স্রষ্টা যদি ভালোবাসে !!
***********************
টুঙ্গিপাড়া,