কতবার ভেবেছি লিখবো না মিথ্যের কবিতা
ভাববো না নদী আর শরতের আকাশকে নিয়ে
ডুবে যদি যায় যাক এ ছাপ্পান্ন হাজার বর্গমাইল অনাচার, অনাহার, অনিদ্রায় ।
ডুবে যায় যাক বেনেদের প্রবল থাবায়, লুটপাট পাচারের নতুন শাখায়।


কতবার ভেবেছি, এই প্রগাঢ় অন্ধকার নিঃশ্বাসের পিঠে চেপে রাতজাগা অভিশাপ কাঁধে করে, হেঁটে যাবো স্বর্গের ঠিকানায়-
আমার এ নির্বোধ আত্মায় আঘাত করে করে
আর লিখবো না কবিতা।


তারপরও কথাদের বিভাজন মনদ্বারে চাপকায় চাবুক ব্যথায়। রাতের নির্জনতা ভেদ করে কবিতার খাতা হয় প্রতিবাদী হাত।
যতই ভেবে চলি, লিখবো না লিখবো না আর
ততটাই হৃদয়ের গর্ভে-পঙতির চরণে
পুজোর ডালাতে সাজাই বারুদ মাখানো অভিশাপ।