ম্যারাথন রেসে গিয়ে ফিরে আর আসলো না
পাললিক নদী, নদীর স্রোত
জীবনের মানেগুলি এখানেই থমকে চলে বুঝি?
দ্বীপের দেশের গাছে বিকিরণ ঘটে যায় যদি
এলিয়েন ছোঁড়ে তার আচানক মিসাইল ডানা
বাঁচবে কী প্রকৃতির দান করা,
আমাদের বসবাসরত পৃথিবী খানা?

ফেরানো যাবে না ভেবে,  
মন আজও ফুঁড়ে চলে সুনীল আকাশ
কার কাছে রেখে যাবে পৃথিবীর ভার?
সে তো এক হারামির চেলা! বাজি রেখে একরাতে
বেঁচে দেবে জুয়ার থালা

কার কাছে যাবো ফিরে?  কার কাছে বারবার
ফিরে যেতে হয়?
মানুষ বুঝেও না বোঝার ভান করে থাকে
সে ই তো একমাত্র আরাধনা, বাঁচবার আশ্রয়।