ইদানিং স্বপ্নগুলো আর স্বপ্ন থাকে না
ইচ্ছেগুলো বেগতিক পথ হাঁটে
আমার সমস্ত প্রার্থনাটুকু পতিত বনে যায়
আদিগন্ত উপেক্ষিত ভালোবাসার প্রেসক্রিপশনে
নিঃশ্বাসগুলো ফুসফুস ফুঁড়ে বেরিয়ে আসে
পাই না ছুঁতে অস্ফুট আলোর প্লাবন।


দুঃখগুলো এখন আর দিচ্ছে না করিডোর
মনকুয়াশায় জমা করে রাখা স্মৃতি
মাঝে মাঝেই উবে যায়
ভাবছি, এখন আর আমি মানুষ নই
হয়তো কোন মানুষের স্মৃতি অথবা কায়া
বিস্মৃতির অতলে আঁকা অসমাপ্ত ছবি!