অবশেষে ভিজলাম বৃষ্টির জলে
ধানচারার পুলকে কৃষকও ঈশৎ হাসবে জানি
চাল আজ সর্বনিম্ন  ষাট টাকা কেজি দরে
অভাব এসে নাড়া দিলো শ্রমজীবী মানুষের ঘরে
বাজারের তরকারী বাল ছাল অগুনতি দাম
যার নেই আয় নেই কোন কাম
সে শালায় ধুকে ধুকে মরে, বাজারের জ্বরে
যার আছে দোষটি নেশার
ডাবরীর বদলে সোনালী বিড়িও ওঠেনা ঠোঁটে
তার আজ সংসারে দারুন প্রেসার
চা' র দাম যদিও বাড়ায়নি দোকানি
সেও চাষা হতে কম নয় তারও আজ অভাবী সময়


শুকনো মরিচ, জিরার দাম ছয়শোতে গেলো
রাশিয়ার তেল তবু কেনেনা সরকার
এখনো তাদের নাকি অনেকটা ভাবনার দরকার
বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন, রিজার্ভ বাড়াতে ঋণ
দেশের মানুষ হচ্ছে নাকাল প্রতিটাদিন।


আমরাও দেখতে চাই
কতদূরে যেতে পারে এই হাল এই হকিকত
যুদ্ধ কেবল ইউক্রেন রাশিয়ায় নয়
                এদেশের সব মানুষ বুঝছে নিশ্চয়।
__________________________