১[]
কবিতায় এতো কেন ব্যর্থতা ছুঁয়ে ছুঁয়ে যায়
কবিতায় কবি হেলাল হাফিজও কয়
বেদনাকে বলছি তুমি কেঁদোনা
যদি বেদনার কিছুটা উপশম তাতে হয়!


২[]
আবার প্রয়োজন হলে মিছিলে যাবো
রুখে দেবো রক্তচক্ষু মনোবৃত্তি স্বৈরাচার
বললে না তো এতোদিনে, সত্যিই তুমি ছিলে কি আমার?


৩[]
ভয়ে ভয়ে কত আর থাকবো ঘরে
সত্যিই এবার কাঁপাবো রাজপথ
সোচ্চার হবো দাবীর মিছিলে
কতটা দামে মেটাতে হবে সামান্য নুন ভাত?