বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মতো মন বেঁধেছি
তবু চুয়ে চুয়ে আসে জল
মন থেকেও গড়িয়ে পড়ে ভালোবাসার রঙ
জল থেকে জলে, অথৈ ভাবনায়
আমি আজ আমাকে চিনতে পারি না
আমার আকাশে ওড়ে তবু অব্যক্ত চাহিদারা-


কেন এমন হয়?
কেন পাল্টায় মানুষের মন?
বদলে যায় একের পর এক ওপরে উঠবার সিঁড়ি!
আসলেই মানুষ কখনো স্থির নয়
কখনোই সচল নয়
যুতসই কক্ষপথ খুঁজতে সকলের মতো
আমিও হয়রান হই, বিচলিত হই।