আবার খুঁজে ফিরি মধুমতি বাঘিয়ার নদীকূলে
কোন এক হিজল তলায় ঘুমিয়ে রয়েছো তুমি মা
তোমার অধর ছুঁয়ে আজো আমি
                              পার হবো দূরের সীমা।।


তুমি তো ছিলে বায়ান্ন, সত্তর আর একাত্তরে
দিয়েছো সম্মান, সম্ভ্রব,বুকের রক্ত অকাতরে
তোমারই ত্যাগে তোমারই অনুরাগে
       পেয়েছি প্রিয়দেশ এই সবুজ শ্যামলিমা।।


জানো কিনা
আজো এই বাংলায় হায়েনারা আছে ওঁত পেতে
আজো ওরা ষড়যন্ত্র আঁটে দিবস কিংবা রাতে
জানে না ওরা প্রতিক্ষণ প্রতিঘাতে
             ঘোচাবো দেশের আঁধারের কালিমা।।