বিকেলটা আজ তোমারই নয় থাক
কত বিকেল গেলো চলে কত যে পোষ মাঘ
এই জীবনের আধেক সে তো কবেই দিছি ভাগ
বিকেলটা আজ তোমারই নয় থাক-


চলো ঘুরি, বাড়ির কাছের মধুমতী নদী
আহা! কিশোর কালের তেমন বিকেল ফিরে পাইতাম যদি!
বলবে যেটা চাইবে যেটা করবে যেটা আজ
তোমার মতই সাজবে ধরা, এই আমারও সাজ।


এই বিকেলটা তোমায় দিলাম লিখে
আলোর মতো গানের মতো প্রেমের মতো ছড়াক দিকে দিকে-


ফাগুন শেষে, চৈত্র বুঝি বাতায়নে দিচ্ছে উঁকিঝুঁকি
তোমার খোপায় শীত বিদায়ের করুণ চিঠিটি
গাছের পাতা রং বদলের খেলছে নিপাট খেলা
পাখির ডাকে ঝিঁঝিঁ'র ডাকে মাতলো সারাবেলা।


কতই কথা অপ্রকাশিত কতই কথা বলছি এতোদিনে
বাকী কথা বলতে না হয় এই বিকেলটা আজকে নিলাম কিনে
বিকেল বিকেল একটি বিকেল আর তো কিছু নয়
জীবন বিকেল ফুরিয়ে গেলে সাঁঝের বিকেল হয়।


চলো ঘুরি,এমন দিনেই এই মাটিতে একশো বছর আগে
জাতির পিতা জন্মেছিল,আহা! ঘুরতো এখানটাতে
ছোট্ট হতে বেড়ে ওঠা, আমরা এই, মাটিরই সন্তান
গর্ব সবার একটি যে নাম শেখ মুজিবুর রহমান।
_________________________
টুঙ্গিপাড়া,