অতোটা সুনাম তোমার !
বেঁচে দেবে নাকি পাথর সমান দামে
একটি কিংবা দুটি ?


আমারও তো ছিল একসময় নামের বাহার
ফুল হতে বেশী পাখি হতে বেশী
ছিল না সুনাম বেশী তবে বদনামও নয়
ছিল নয়ন সম্মুখে পলাশীর রাঙা ভোর
রমনায় বয়ে চলা উত্তাল জীবন
চেতনার ঢাল বাওয়া সংগ্রামী মন ;


এখন তোমার......


কতোটা পারলে নিবারণ দুঃখ সাগর,
কতোটা পারলে মেটাতে ক্ষত গহীন হৃদয় ?
মাছিগুলো ঘ্রাণে থাকে ঘ্রাণের সময়
এ সত্য তুমি জানো নিশ্চয়।


অতোটা সুনাম তোমার !
চারপাশে কতোলোক চলছে দেখি
আমি তো সাঁতারে এক ব্যর্থ অংশীদার
তবুও দরকার যদি হয়, বোলো তবে--
আবার গুলিস্তান পল্টন রমনায়
বিকেলটা বেচে দেবো মিছিলে স্লোগানে
-------------------------------------------
টুঙ্গিপাড়া, ১০/০৩/২১