রাত্রি যাপন
আঁধারের বুক চিরে হাতড়াই রোদের ঝিলিক
তবু যদি শিশিরের ভেজা ফুল
মাড়িয়ে না যাই


মুঠোফোনে তুলে নেই স্মৃতি
বহুদূর অপেক্ষার সুর দু'চোখের তৃ্ষ্ণায় হারাই
আমি সেই নিবিড় প্রেমিক
কী করে জানাবো তারে!
মরা জোছনায় শোক গাঁথা বুকে সেঁটে রাখা
এই যে স্রোতের মন হাঁটু গেড়ে পথ চেয়ে আছি
রাত্রির আঁধারে বড় একা।


পাড়ার আকাশ থাক থম থমে মেঘ ছাড়া
রাত শেষে বিষাদের ট্রেন, থামুক উঠোনে আমার।
*****************************
টুঙ্গিপাড়া,