অজান্তেই নেমে যাই অগন্তব্যের স্টেশনে
মিশেল বাতির নীচে দাঁড়ানো সময়ের ট্রেন
প্রগতির জ্বালানী তোলে
অথচ জ্বলে পুড়ে ছাইরঙা হচ্ছি ক্রমাগত


মানুষ হতে পারিনি বলে মূর্খরাও ফনা তোলে
ছেঁড়ে দেয় কুৎসার বাজারে অহমিকা
ভাবেনি কখনো মানুষও নদীর মতো স্রোতমুখে
বারবার রঙ বদলায়


যদিও বোঝেনি মানুষ। মানুষ কখনো মানুষ,
কখনো অন্যকিছু
হিংস্র বর্বর পশু অথবা নিরাশ্রয়।