তার নামে তোমাদের যত বদনাম
যত অভিযোগ
সে তো এক সামান্য জন,
নয় কোন প্রতাপ আর প্রতিপত্তির লোক।


তার নামে চলে বদনাম
কেউ কি জানে তার, কতটুকু এর পরিনাম
হতে পারে প্রতিকার, হতে পারে অন্য উপাচার
দেখা গেলো একদিন এলাকাটা হয়ে গেলো তার।


তার নামে সকলের একই বদনাম
কাজহীন ভবঘুরে ঘর ছেঁড়ে বহুদূরে
বললেই উত্তর," কি জানি কি কুড়চ্ছিলাম।
ফুঁ ছাড়া মনজ্বলা জুড়চ্ছিলাম। "


আসলে সে সামান্য জন
খুব তার অধিকার গান, সুর, কবিতার
অগুনতি টাকা নেই, মন তার ফাঁকা নেই
এ পৃথিবীর সবই তার আপন স্বজন
বলুন আপনারাই,
এমন বদনামি লোক আছেন ক'জন?
_________________________
টুঙ্গিপাড়া,