হাওয়া বদল হয়, মেঘাকাশে রোদের বদল
আমার হয় না
খোপের কবুতরও খোপ বদলায়, স্নান সারে উঠতি রোদ্দুরে, গাছেদেরও না পাওয়ার শোক বদলে আয়েসি পাতার উন্মোচন হয়
বিপ্রতীপ হাওয়া ছুঁয়ে যায় দেহের স্পন্দন
আমার হয় না।
*
জন্মেই রোদজলের সাক্ষী হতে হতে বদলে যেতে দেখি আদিখ্যেতার সুখ
সন্ধ্যা বদলে রাত্রির গভীরতা আনে পূর্বাকাশে  সকালের হাতছানি
দিন বদলায় ভাগ্য অহমিকা জীবনের তৈজস
যেই তিমিরে ছিলাম আমি, আমার কোন বদল হয় না।