জানি তিনি অকৃত্রিম শব্দের শিকারী বক
কাছের মানুষ বন্ধু কবি সিরাজুল হক
স্বদেশের মতো তার মমতা মাখানো মন
বাংলা কবিতাসরে সবার আপনজন।


লিখছেন কম নয় মন সদা ফালগুন
বৃক্ষ ফুল লতাপাতা ভেষজের গুণাগুণ
প্রকৃতির সূক্ষ্ম চিত্র আঁকছেন মুগ্ধতায়
কাব্যমন আছে জুড়ে সকল অস্থি মজ্জায়।


বড় দায় রুটি রুজি সব করে পূর্ণ জয়
শব্দ নিয়ে খেলা তার করছেন দিগ্বিজয়
গৃহ ছিলো নেত্রকোনা থিতু আজ রাজধানী
কবিই কেবল নন  মানুষ তিনি সম্মানী।


সত্যি এক অকৃত্রিম শব্দের শিকারী বক
কাছের মানুষ বন্ধু কবি সিরাজুল হক
প্রকাশে প্রথম কাব্য "প্রকৃতি ও ভালোবাসা"
অগুনতি বন্ধুজনে নিলো সে অমিয় ভাষা।


যাবেন এবার হজ্জে আল্লাহর জিয়ারতে
নবীর দিদার লাভ নিশ্চয়ই হবে সাথে
ধর্মের অমিয় বানী থাকে যেন বুকে তার
পায় যেন আশা ভরা রহমত আল্লাহর


সদালাপী বন্ধুপ্রিয় ভুল হলে ক্ষমা চান
এমন মানুষ তিনি কারো ভুল ভুলে যান
দোয়া করি ভালোবাসি এ আসর জুড়ে তার
সকলে সুবন্ধু কবি প্রিয় হোক কবিতার।