মানুষ তো আমি
চলতে গিয়ে বেশকিছু ধারদেনা হয়ে পড়েছি
গতরাতে তাই বিক্রি করে দিয়েছি চাঁদ
পূবাকাশের সপ্তঋষি, সন্ধ্যার বুধ
সে কারণেই আজ অন্ধকার, ভাসেনি জোছনায় আকাশ
হে জোছনাবিহীন অন্ধকার রাত!  দৃশ্যমান হে তারকারাজি! "আজ তোমাদের লম্বা ছুটি দিলাম--
তোমরাও ডুবে যাও অথবা উধাও হও "
নতুবা কাল হতে এক একটি তারা বিক্রি করে দেবো অভাগার হাটে
কেননা চলতে গিয়ে আমি বেশকিছু ধারদেনা হয়ে গেছি


এই দেশে কতজনে দায়দেনা মাথায় নিয়ে মরে
কতজনে চুরি ছিনতাই ডাকাতি করতে গিয়ে
কেউবা নথিপত্রে চুক্তিতে বখরায়
কেউবা সেবা নামে স্বর্গের সকল সুখের মুখে--
তারা না হয় বিক্রি করে তো করুক, মানুষ শহর বন্দর জনপদ কবরস্থান পূর্বপুরুষের ভিটেমাটি


আমি কোন দায়দেনা রাখতে চাই না
তাই আমি রোজ রোজ আকাশের তারা বিক্রি করে দেবো ধারে নগদে চুক্তিতে
হে আকাশ!  তোমার কোন অসুবিধে নেই তো ?