দীর্ঘরাত তো বাজালে মন্দিরা
স্বপ্নের বাগানে করলে লুকোচুরি
এখন থামো
গন্ধময় কথায় এখন আর মন ভরে না।


একদা তোমার সঘন উচ্চারণে
দহন বাঁশীর সুরে
বহুবিধ আকাঙ্ক্ষারা লুটোপুটি খেতো
আলুথালু জীবনটা ছন্দময় হতো।


এখন তোমার লোভের জিহ্বায় বিকট গন্ধ
পৈশাচিক চোখে তাকাও চারদিক
নদীও মরে যায় বিপুল শুষ্কতায়
যেখানে গড় তুমি ধ্বংসের ইমারত
এখন থামো
রোদ্রের করোটিকায় থামুক সাম্পান  


তুমি বললে মন্দিরার রাত দীর্ঘতর হবে
তুমি বললে দেশ হবে হিরক রাজার
আমাদের অন্ধকার ভবিষ্যৎ
এখনো থামো
বড় বেশী কথা বলছো আজকাল
বৃথা স্বপ্নে বিভোর করো না আর।