বাচ্চা বিড়ালটার গলায় ঝুনঝুনি
হাঁটলে, দৌঁড়ালে ঝনঝন করে বাজে
মাও আমাকে বেঁধে দিয়েছিল স্নেহ-মায়া-ভালোবাসা
দৃষ্টির বাইরে গেলে ঝড় উঠতো বুকের ভেতর।


মরা বৃক্ষরাও আজকাল অধিক রাত্রি ধরে কাঁদে
যে যুবক অতো বড় সনদ পেয়েও কর্মহীন, দুঃখে সে মরা বৃক্ষ হয়ে যায়, চোখ তার নদী হয়ে যায়
জন্মদাতা থাকে তার চাতকের মতো চরম অপেক্ষায়।


মাঝনদী পাড়ি দেয়া মেয়ে--কোনদিকে ফেরাবে দৃষ্টি ?
জন্মই আজন্ম পাপ তার জীবনটাই অথৈ কান্নার।


কোনদিকে যাবো, কোথায় দাঁড়াবো এই বেলা?
ঝুনঝুনিহীন আজ আমি বৃক্ষছায়া কোথায় পাবো?