বৃষ্টি আসেনি বলে হুল্লোড় ধূলোদের
উষ্ণতম বাতাসের
বৃষ্টি আসেনি বলে জমেনি দুষ্টু প্রেম
কপোতী কপোতের
বসে থাকি দিনভর স্বপ্ন অনিদ্রার
আসুক বৃষ্টি স্বস্তির
বারবার ছুঁয়ে যাক হৃদয়ের বাঁক
মনকে আর করতে চাইনা অস্থির।


বৃষ্টি আসেনি বলে আজও ফেরেনি রাজহাঁস
হৃদয় দিঘীতেই ওর চলছে বসবাস
উঠোনে হামাগুড়ি রোদ
বুঝছে না মন এ জন সত্যিই অবোধ
ক্ষণিক বেদনা ক্ষণিক জ্যোৎস্না ভরা
জল চাই বৃষ্টির, কেটে যাক সৃষ্টির প্রাণপাত খরা।