বুকের ডান পাশে খুড়তে খুড়তে খুঁজে পাই
ভিসুভিয়াস
বা পাশটায় খুড়তে খুড়তে রক্তের নদী
আর একটু খুড়তে পারতাম যদি
হয়তো বা খুঁজে পেতাম
তাহার সুখের শেষ অবধি।


চোখের তারায় বসতে বসতে খুঁজে পাই
শ্রাবণ ধারার জল
ওই চোখে চাইতে পারতাম যদি
দেখতে পেতাম তল
হয়তো বা সত্যিই খুঁজে পেতাম
অকুল তৃষ্ণার জলধি।


অতটা সুখ তৃষ্ণায় জ্বলে হই অগ্নিগিরি
অতোটা কান্নায় নদী
আসে যদি সম্মুখে কখনো ফাগুন সময়
কখনো কাঙ্ক্ষিত ফুল আর পাখি
পার হবো বুকের ভিসুভিয়াস, পার হবো নিরবধি।
<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>
টুঙ্গিপাড়া,