কেউ এসে বলছে আমায়, চল যাই বৌদিকে ছুঁই
নদী তার সাঁতরে সাঁতরে মনের ফাগুন পার হই
আহা! চল যাই আমরাই আছি আজ পরম স্বজন
ওই গিরি অতল নদী, জলে তার ডুবে মরি দুইজন


ওই যে নিতম্ব দুলে বুকের পেখম খুলে বিরহের দিন
মরমে মরে যে হিয়া,শুধরাবো তার সকল কষ্টের ঋণ
জানি মন তার উড়ছে হাওয়ায় যৌবন উন্মত্ততায়
শ্যাম হয়ে বাজিয়ে বাঁশি যাবো সেই পান্থ শালায়।