মানুষ হতে পারিনি বলে মানুষকে ছুঁইনি কখনো
স্বপ্ন বুনতে পারিনি বলে স্বপ্নকেও পারিনি ছুঁয়ে যেতে
তাই বলে অচ্ছুত প্রজাতি ভেবে আবার এ সভ্যতায় করোনার মত সম্ভাব্য মড়ক এনো না ডেকে
মনে রেখো স্বপ্ন দেখা মহাজন, ফেনিল জলরাশিও একদিন নতজানু নদীর বালুচর
মাঘের কুহেলী শেষে ফেরারি জোছনাও এসে বলে গাছেদের যাবতীয় অন্ধকার হয়েছে দূর
বিভাসিত হয়েছে ফুল পাখি আর ভ্রমরের গুঞ্জন।


মানুষ সভ্যতা পাড়ি দিতে দিতে
সখ্যতাও হয়েছে প্রচুর, তাই বলে ফুরিয়ে যায়নি
স্বপ্নের সীমানা প্রাচীর
আজও বোধের আগুনে পুড়ে পুড়ে খাঁটি হবার সুতীব্র তাড়না অন্তরে
গতির সন্ধ্যা তাই মিলিয়ে যায় রাতের আঁধারে
আবার সূর্য উঠবে বলে।
_______________________________________________
টুঙ্গিপাড়া,