চাকা
======
একাত্তরে পরাজিত রাজাকার সব কাকা
দেখছি আবার উঠছে জেগে দেশে
সকল সময় ঘুরিয়েছে ষড়যন্ত্রের চাকা
এবার তারা সফল নাকি হলো অবশেষে।

হাজার বছর বীর বাঙালি করছে বসবাস
এখন তারা ছুঁচোর ভয়ে পালাবে গর্তে?
সে সব কিছু যেই ভাববে তার সর্বনাশ
ঘটিয়ে কিন্তু ছাড়বে তারে যে কোন শর্তে।

একদল পুলিশ
============
একদল পুলিশ এলো আমাদের পাড়াতে
ভাবলাম এলো ওরা রাজাকার তাড়াতে
চেয়ে দেখি হলো ভোর একদল গাঁজাখোর
মিলেমিশে ধুমোটানে জোরে কয় ধরো চোর
চোরে কয় চোর গেলো পাড়াময় একী হলো
ভালো লোকে ঘরে তার চুপিসারে খিল দিলো
এ কি হোলো একি হোলো আমাদের পাড়াটা
ভালো লোক ভয়ে ভয়ে হোলো পাড়া ছাড়াটা।