অনেক ভেবেছি বসে পাল্টে দেবো নাম
পাল্টে দেবো ভালোবাসা সোহাগের ধাম
ঝরা খরা স্রোত খুলে সাজানো আকাশ
দিয়ে দেবো সবটুকু  দুঃখের নির্ঝাস
নদী জলে যেই তীরে উঠেছিল চাঁদ
যেই জলে ডুববার হয়েছিল সাধ
তাকে আজ ভুলে যাবো রাখবো না মনে
মনকে সাজিয়ে নেবো আগামীর দিনে।


এবার উড়াবো কোনো নতুন নিশান
বাজাবো নতুন সুরে প্রভাতের গান
আসবে নবীন মাঝি পাড়ি দিতে নদী
এমন বাঁচার ছবি পাল্টে যায় যদি
ভাবছো কোথায় পাবে? ডাকো একবার
মানুষ আসবে চলে হাজারে হাজার ।


&&&&&&&&&&&&&&&&&&&&&