দেখো, কেমন যেন থমকে আছে সবকিছু
বাতাসের গতি, নদীর প্রবাহ, মেঘের আনাগোনা
থমকে গেছে রোদের দুপুর, চলমান সময় --
এমন করে চললে, চলবে কেমন করে
স্বপনের ইঙ্গিতে দেখো তো কোনো মুগ্ধ পাঠ আছে কিনা, যা কিনা জাগাতে পারে নিথর নিস্তব্ধ পৃথিবীকে


দেখো, দিগন্তের বর্ণচ্ছটায় যা কিছু দেখি, রূপে অরূপে, রং বাহারের খেলায়, জ্বলজ্বলে সন্ধ্যাতারায়
সবই যেন মেকি অমলাতন্ত্র না হয়ে যায়
এই থমকে থাকা চাকার যান্ত্রীক জটিলতা ছেঁড়ে
দিগন্তব্যাপী আলোর ঝলকানি আসুক নেমে
প্রবাহিত হোক সুনির্মল বাতাস পৃথিবীর--


দেখো, এই থমকে থাকা ঝড়ের পূর্বাভাষ
ধ্বংসের আলামত।
অথচ যুগে যুগে চেনা আর অচেনা প্রলয় নাচনে কম্পিত হতে হতে, মরতে মরতে আমরা মরে যাই,
তবু উঠে দাঁড়িয়ে পার হই প্রকৃতির বহু চড়াই উৎরাই।
__________________________
টুঙ্গিপাড়া,