মেসেজ


মেসেজ দিয়ে জানিয়ে দেবো
দেখতে যাবো তোমাদের ঘর, আমার দীর্ঘশ্বাস
কেমন বহে দখনে বাতাস
কেমন ফোটে ভাঁটফুলে রুদ্র বৈশাখ-


যদি দেখতে পাই
তোমার উঠোনে রৌদ্রের লুকোচুরি,
ঘুঘু ডাকে নিকটের গাছে গাছে
সন্ধ্যায় চাঁদ আর জোনাকির বিচ্ছুরণ
ভেসে যাবো হৃদয়ানলে


যাবো


ভোরের ট্রেনে যাবো
চেনা গাঁ ভোলেনি আমাকে আজও
দামোদরে থামবে ট্রেন
নেমে যাবো তারও আগের স্টেশন
যদি তাকে দেখতে পাই একবার-
তিরিশ বছর পুষি যারে পরাণের ভেতর


অপেক্ষা


সন্ধ্যে হলে রাতের অপেক্ষা
রাত হলে ভোরের
জীবন জীবনই চায়, চায়না মৃত্যু
অথচ মৃত্যুই তোমার মত সদা সর্বদা অপেক্ষায়।


অতঃপর


কখনো পারিনি রাঙাতে দু'হাত
রাজপথে ছড়াতে সুনাম
আমারও চাই না রোদের মত উচ্ছল জীবন
ধর্মাবেগেও ভাসতে চাইনি খুব।
কাদাজলে মাটির মমতায় চাইলেও
কাটাতে সময়
তোমার বিপুল চাহিদায় অতঃপর আমি নষ্ট হলাম।
_________________________
* আমার মোবাইল ফোনটা অসুস্থ, তাই কারো পাতায় যেতে পারছিনা*