এখান থেকে পাথুরে পাহাড় দেখা যায় না, তবু দেখি ঐশ্বরিক পাহাড়। হররোজ দেখি, নানান কেসেমের ছোট, বড় । যে পাহাড়ে হেলান দিয়ে ঘুমাতে যাই, কখনো মরেও যাই, আহা! মরেও সে যে কি প্রশান্তি!


দুশ্চিন্তার পাহাড় থেকে নেমে আসা ভবিষ্যৎ দেখি। কত আনন্দের পাহাড়!  ওখান থেকেই বহা ঝরনা পান করে বেঁচে থাকে ও'। প্রাগৈতিহাসিক আমল থেকে ধারা একই ।


জলকণা সঞ্চিত হতে হতে নদী, শোক বইতে বইতে সাগর, রোদ্দুরে ভিজতে ভিজতে সুখ আর কাকের বাসায় ডিম রাখার প্রজননে যে গান, সম্মতি ছাড়া শীত গমনের উপাখ্যান।


লোভের পাটাতনে রাখলে পা ঘামের কলসিও হাসে
বুকের তলে পিষ্ট পাহাড় হতে খসে নুন, জিভে জিভ সরীসৃপ। মত্ত ফাগুন চাষেই রোদ বৃষ্টি, তুমি আমি সে।