অন্তহীন শোক দরজায় খাবি খাচ্ছি বলেই
প্রত্যহ ঝরা পাতার সাথে গুনে যাই শামুক বিকেল
বৃষ্টির আকাশ কিংবা মায়াবী গোরস্তান
সত্যিই বেঁচে আছি, নাকি ব্যর্থ কান্নার শৈশবে এখনো দিচ্ছি হামাগুড়ি?


বুনে দিতে অপারগ ব্যথা আমাদের একদার বন্ধু পাগল অখিল তবু হাঁটে রাস্তায়
কী তার ভাবনা, অতীত বর্তমান, সে ই জানে.......


আমারও পাগল হতে ইচ্ছে করে
ইচ্ছে করে ঝড় জল রোদ্দুর শীতরাত্রির বোঝা নিয়ে পার হই থই থই তমস্বিনী নদী
ইচ্ছে করে, না পাওয়ার বেদনা ভুলে হাঁটি
অখিল যেমন করে হেঁটে যায় বকসীপুর বাজার..


একদিন তারও চিন্তা ছিল, ছিল প্রেম ভালোবাসা
দিকভ্রান্তের মতো। অলীক স্বপন তার ব্যর্থতার ইতিহাস লিখে, সেঁটে  গেছে বুকের ভেতর
সেই হতে অখিল পাগল।


আর আমি ?
নিদারুণ শোক কাঁধে নিয়ে প্রতিদিন ঘুমহীন
ভরসার নদী চেয়ে চেয়ে দেখি
কবে কোন সিঁড়ি ধরে পার হবো কেইবা জানে!