মৃত্যুকে হাতে নিয়ে হাঁটি আমি, প্রিয় একটি শহরের ফুটপাতে , দোদুল্যমান সময়ের চাবি।
~
কখন ছেড়ে যাবো বেভুল ঠিকানায়, কখন থামবে কোলাহল প্রাণের মেলায় জানা নেই বলে
ভরসাও নেই বলে
বড্ড কষ্ট আজকাল।
~~
মৃত্যুকে হাতে নিয়ে হাঁটি আমি
বেগানা পুরুষ, খলশের জীবনটা পার হই কাঁটাঝোপ
জংলায় বেড়ে ওঠা কলমির তলে
তারপরও হাতড়াই পাখির মতো উড়ে উড়ে
বাঁচবার অক্সিজেন।
~~~
তারপরও অবশ্যম্ভাবী মৃত্যুর পথ দিয়ে
পাথরে ফুটাতে চাই প্রেমের উৎসব
নিজেকে হারাতে চাই নিষ্ঠার আঁতুড় ঘরে বারংবার চতুরঙ্গ পৃথিবীর পর।


ফিরতে পারবো না বলে চেয়ে থাকি ফেলে আসা দিন
কেউ নেই কিছু নেই আর
সামনে নিষ্ঠুর আঁধার হলেও আশাহীন নই
হয়ত মিলবে এক ছায়ার পাহাড়।
***********************