রোদ্দুরে ভিজি রোজ, রোজ খাবি খাই তৃষ্ণার জলে
রোজ খুঁজে যাই সুস্মিত ছায়াতল
রোজ খুঁজে যাই স্নেহময় এক হাসিভরা অঞ্চল।
রোজ চেয়ে থাকি অচেনার বনে জাগে যদি ফুল পাখি
জাগে যদি তার অকুল পাথার নিভু নিভু দুই আঁখি।


মরুময় শোকে দিবস অসুখে শংকটে খুঁজে এলে ?
খুঁজছি এখনো খু্ঁজি মায়ভরা এক বিশ্বাসী ভালোবাসা
আকাশের বুকে রোজ এঁকে যাই একফালি ক্ষীণ আশা।
খোঁজ যদি পাই আর কিবা চাই শুধু এতটুকু বলি
চলো একবার, চলো নির্জনে তরুছায়ে মন খুলি।


তুমি কী জানো না ?
ওই নির্জন তরুতলে আছে এক বিশ্বাসী ছায়া
চিরকাল তার আকাশে ছড়ায় সুবাসিত  স্নেহমায়া।
******************************
টুঙ্গিপাড়া,