ছায়ার পাহাড় -২
===========


সাধ হয় একবার নদী হয়ে বয়ে যাই সেইদিকে
যেদিকেই বসবাস ছিল একদিন
যেখানে অমৃতের সুবাস মাখা ফুলেরা থাকতো  নুয়ে।


যেখানে একদিন হট্টিটি পাখি আর গাঙচিল উড়ে যাওয়া দেখে ভালোবেসেছিলে খুব অচেনা মেঘের বাড়ি
আকাশের অলীক নীলিমা  ছুঁয়ে।


সাধ হয় উজানের হাটে কিনি শরতের ঢেউ
পার হই বৈতরণী সকল সুখের,অজানা বন্দরে ভিড়াই সোনার তরী অচিন্তনীয় কষ্ট চুয়ে।


সাধ হয় পাখিটার পরাণে বাঁধি অচেনা পাখি যারে হাত দিয়ে মালা দিয়ে ভালোবেসে আগলিয়ে রাখি
যারে দিনে দিনে বাড়িয়ে মনে
মরু তৃষ্ণা পার হয়ে এসেছি এই জনসমাগমে
সমস্ত স্মৃতি ধুয়ে।


আজ তাই এসো, সাধ করে পার হই জিজ্ঞাসার ভেতর মহল
এসো পার হই কঠিন শ্রাবণ চোখ
তারপর একে একে দূর করে দেই সব ছায়ার পাহাড়
তুমি আমি সব্বাই  মিলে অথবা দু'য়ে।
________________________
টুঙ্গিপাড়া,


♦একই শিরোনামে দুটি কবিতা। ২ নম্বরটা লেখা আগে হলেও পোস্ট হচ্ছে পরে।  বন্ধুগন, আপনাদের সুবিধার্থে ২১/০৬/২০২১ তারিখে পোস্ট করা ১ নং কবিতাটাও এখানে দিলাম। যদিও এটা আমার রীতিবিরুদ্ধ ♦


ছায়ার পাহাড় -১
===========


মৃত্যুকে হাতে নিয়ে হাঁটি আমি, প্রিয় একটি শহরের ফুটপাতে , দোদুল্যমান সময়ের চাবি।
~
কখন ছেড়ে যাবো বেভুল ঠিকানায়, কখন থামবে কোলাহল প্রাণের মেলায় জানা নেই বলে
ভরসাও নেই বলে
বড্ড কষ্ট আজকাল।
~~
মৃত্যুকে হাতে নিয়ে হাঁটি আমি
বেগানা পুরুষ, খলশের জীবনটা পার হই কাঁটাঝোপ
জংলায় বেড়ে ওঠা কলমির তলে
তারপরও হাতড়াই পাখির মতো উড়ে উড়ে
বাঁচবার অক্সিজেন।
~~~
তারপরও অবশ্যম্ভাবী মৃত্যুর পথ দিয়ে
পাথরে ফুটাতে চাই প্রেমের উৎসব
নিজেকে হারাতে চাই নিষ্ঠার আঁতুড় ঘরে বারংবার চতুরঙ্গ পৃথিবীর পর।


ফিরতে পারবো না বলে চেয়ে থাকি ফেলে আসা দিন
কেউ নেই কিছু নেই আর
সামনে নিষ্ঠুর আঁধার হলেও আশাহীন নই
হয়ত মিলবে এক ছায়ার পাহাড়।
***********************