ভাবছি ছেঁড়ে দেবো রঙ করা ঘরে রঙ দেয়া
সুর দেয়া গানে সুর
রোদ মেখে এ রঙের শরীরে
মোহ মিশে গেছে জানি
এবার ছাড়ার চমক লাগিয়ে দেবো
ঘুম জাগানিয়া,পাখিগুলো শুনে রেখো ।


এবার কিন্তু ছেঁড়ে দেবো আরো
ভুল করা ভুলে ভরা, ক্ষুধার বসুন্ধরা
রুগ্ন জীবন অনটন আর চারদিক পাপাচার
অন্যায় অবিচার।


এবার তারে ছেঁড়ে যাবো?
না সেই কথা তো ছিল না
হাত ধরে হাতে উঠবোই উপরে
সবার ওপরে মানুষ সত্য, ভালোবাসা দেবো
মানুষ হয়ে এই পৃথিবীর সবগুলো মানুষেরে।